Swapnokoli স্বপ্নকলি -Piklu Chanda
Swapnokoli
– Piklu Chanda
স্বপ্নকলি
স্বপ্নকলি একাই চলে আসে অজান্তে
মনের বারান্দায় কল্পনা জাল বুনতে।
দূর ছাই করে উড়িয়ে দিলেও (চলে)আসে
মনের অলিন্দে লুকিয়ে উঁকি মারে, হাসে।
বিরহ ব্যথার বাস্তব-অবাস্তবের
কল্পনা ডালি নিয়ে-কাছে বাতায়নের।
শুধালে কেন আসো, উত্তর নাহি কয়!
শুধু হেসে চলে যায় (স্বপ্ন) সে কল্পনাময়।
সে ভাসে আর ভাসায় ছুটে চলে যায়
পাগলের প্রায় যেন মরীচিকা হায়!
ভ্রমরগুঞ্জনে মধু আহরণে ছুটে
পুষ্প কাননে ফুল মধু সিঞ্চনে জুটে।
আকাশ বাতাস করি সব একাকার
ফিরে আসি দ্বারে কোনে লুকোয় হিয়ার।
স্বপ্নকলি ভাসে আর হাসে একা বসি
নিশি জাগরণে প্রভাত বরনে উশী।
তপ্ত রবির উষ্ণ দিনের শেষে হারি,
বইতে দক্ষিণা বায়ু সে শীতল ভারি।
ছুটে তরু ঘন প্রান্তরে পাখি হয়ে
কুহু কুহু রবে মৃদু সুর তান লয়ে।
কল্পনা হিল্লোল তুলি ভাসায় সাগরে
পাল তুলে সে বহে চলে দূর গভীরে।
জ্যোৎস্না দ্যুতি ছড়ায় মনে গোপনে
(যেন) নাচে কিশলয় নবযৌবন বরণে
নবীন সৌরভ দীপ্ত গৌরব স্মরণে।
(আবার)স্বপ্নকলি জেগে উঠে নব আগমনে
কল্পনা দোলা দিয়ে আসে ফিরে মনে।
পিকলু চন্দ
০৯.০৫.২০২০
Comments
Swapnokoli
– Piklu Chanda
স্বপ্নকলি
Md Nazmul Hasan
অসাধারণ।
জীবনের কথাগুলো এভাবেই লিপিবন্ধ হয়ে থাক
PK Bikrom
মুগ্ধ হলাল কবির কাব্যে
মুগ্ধতা কবিবর।
Pranab Lal Majumder
ছন্দোবদ্ধ ভারী সুন্দর প্রেমের কবিতা।
আন্তরিক শুভেচ্ছা জানবেন, কবি।
sudipta chowdhury
জীবনের কিছু স্বপ্নকলি ফুটে আবার কিছু-
স্বপ্নকলি ঝরে যায় না ফুটেই।
তবু প্রতিদিন নতুন নতুন স্বপ্ন বাগানে কলি আসে।
Tawhid Talukder
আহা! কি দারুন প্রেমের কবিতা!
খুব সুন্দর লিখেছেন কবি, হৃদয় জুড়িয়ে গেল।
অনেক অনেক শুভকামনা রইল কবি 😍😍
Sanjay Karmakar
বাঃ চমৎকার লিখেছেন প্রিয় কবি। হার্দিক শুভকামনা রইল।
MUKUL SARKAR
অনবদ্য লেখনী ।আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানবেন কবিবর। ভালো থাকুন সতত।
সুপর্ণা ফাল্গুনী
অনবদ্য, দারুন অনুভুতির প্রকাশ। খুব ভালো লাগলো । ভালো থাকবেন সবসময় শুভ কামনা রইলো। সাবধানে থাকুন ঘরেই থাকুন
Reply
Piklu Chanda
কাজের অনেক বেশি ব্যস্ততা তারপর শরীরের বিকারের জন্য ঠিক অনেকগুলো কবিতা পড়তেও পারছিনা আর কিছু লিখতে ও পারছি না। একটু খারাপ লাগছে কিন্তু তার জন্য তো আর জীবন আটকে থাকে না তাই চলতেই হয়। সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ রইল প্রিয় কবি।)