স্মৃতি | Smriti
যত আছে তাই
ডালিতে সাজাই
যদি ছুটে পাছে
খুঁজি তাই কাছে।
দিবস রজনী
হেরি আনমনি
পরশ আশায়
জাগি সহসায়।
আসলে আঁধার
যত সে দোয়ার
খসে পড়ে যায়
শেষ নিরাশায়।
পাতায় পাতায়
অঙ্কিত রেখায়
নিচে পড়ে রয়
শুধু ভার সয়!
নীরব নিভৃতে
শেষ ছবি হতে
ফুটে কিছু আলো
আবেগ মিশালো!
রয়ে যায় স্মৃতি
ভালোবাসা দ্যুতি
জড়ায়ে তাহারে
দু’বাহু প্রসারে।
পিকলু চন্দ
22.07.2020
জিরানীয়া,ত্রিপুরা
Follow my Hub pages⇓
Smriti – স্মৃতি
Poetry
স্মৃতি | Smriti মানুষের মনে বেঁচে থাকা দুঃখ এবং আনন্দের স্মৃতি মানুষকে বেঁচে থাকার জন্য রসদ যোগায়। মানুষ চাইলেও পুরনো স্মৃতি কে কখনো ভুলে উঠতে পারেনা। বলতে গেলে বলা ও যেতে পারে পুরানো স্মৃতি মানুষের বেইজ তার উপরে মানুষ ভর করে জীবন বেঁচে থাকে, অভিজ্ঞতা অর্জন করে নিজের মত করে , জীবন বাঁচে নিজের মত করে। কখনো কখনো মানুষের মনে বেঁচে থাকা মধুর স্মৃতি মানুষকে উৎফুল্ল করে আনন্দ দেয়। আবার কখনো ব্যথা ভরা স্মৃতি মানুষকে বিমর্ষ করে তোলে। সারাটা জীবন স্মৃতির বোঝা বয়ে নিয়ে চলতে হয়।
কিন্তু স্মৃতি মধুর হোক কিংবা দুঃখের স্মৃতি মানুষের জীবনের সাথে চলতেই থাকে মানুষ চাইলেও তার কল্পনা থেকে আলাদা করতে পারে না। স্মৃতি উঁকি মারে মানুষের মনে নিজের মতো করে নিজের ইচ্ছাতেই চেতনার অজ্ঞাতসারে। এর রহস্য আজ অব্দি কেউ খুঁজে পাইনি আর হয়তো বা কখনো পারবেও না। আধুনিক যুগের সোসিয়াল মিডিয়া কিংবা আপডেটেড মিডিয়া যেভাবে আমাদেরকে পুরনো স্মৃতি স্মরণ করিয়ে দেয় ঠিক সেভাবেই স্মৃতি কাজ করে আমাদের সামনে আয়নার মত চেহারা হয়ে ভেসে ওঠে। স্মৃতি নিয়ে গল্প অনেক হতে পারে, স্মৃতি মানুষের জীবনের সম্পদ।
0 Comments