সাড়া নাহি মিলে আজ প্রাণে
দিবস কাটে আমার আনমনে।
মুক্ত হতে প্রাণ বাঁধন হতে
সকল কাজের বিরাম নিতে।
দায়সারা ভাব সকল কাজে
রইনু পড়ি সকাল সাঁঝে।
সকল পথের দোর সে খুলি
সকল আশার বাঁধন ভুলি।
সকল বাঁধন ছিন্ন করি
চাই সে ফিরে নয়ন ভরি।
আমার সুখের স্বপ্ন তরী
কেউ নিয়ে যায় উজাড় করি।
পথিক হয়ে রইনু পড়ি
শূন্য আমার হাতের কড়ি!
দিবার লাগি নাই তো কিছু
ছুটিই অসার শূন্য পিছু!
পিকলু চন্দ
২৬.০৭.২০২০
জিরানীয়া,ত্রিপুরা
( রসের ভরা মধুমেহ
তারে নিয়ে চলে দেহ
বেলা বুঝি ফুরিয়ে এল
নিয়তি এসে জানান দিল।)
There is no response today
The day passesvery silently.
To be free is to quit!
Take a break from all work.
Casually, thought in all works
By morning and evening.
Opens the door to all paths
Forget all hope.
Let’s break all the bonds
I want him to look back.
My dream and expections!
Someone taking it away.
Waiting as a traveler
Helpless too!
I didn’t have to give anything
Holidays that are full of complexity are neither fun nor comfortable.