গড়তে যতন সৃষ্টি রতন
প্রাণের সুখেই মনের মতন
জীবন মরণ কালের খাতায়
মিলন সুখের কল্প কথায়।
একটু উদাস প্রাণের পরশ
জীবন সফল চেষ্টা সরস।
মেঘলা আকাশ বৃষ্টি আভাস
বইছে সচল মলয় বাতাস।

প্রাণের মাঝে ঢেউ তুলে যায়
হারিয়ে যেতেই সব ভুলে যায়
খুঁজতে তারে স্বপ্ন শুধায়
দৃষ্টি যখন শূন্যে মিলায়।
নিরব দিশায় প্রাণ খুলে চায়
উড়িয় কেতন দূর ছুটে যায়
ওই নিত্য নতুন স্বপ্ন রঙ্গিন
খুঁজতে তারেই আর কতদিন।

মুখিয়েই আছি করতে বরণ
সকল সাধের ভাঙতে তোরণ।
জীবন ভেলায় তুলতে সকল
সাধের সৃজন ভার টলমল।
নোঙর ফেলার নাইতো সময়
মাঝির আশায় সব পড়ে রয়।
পালের দিশায় মাঝ দরিয়ায়
দিবস আমার কাটে সে হেলায়!

যত আছে সাধ মাঝি নিয়ে যায়
তুলে নিয়ে আমার ছোট্ট ভেলায়।
হারানো সুখের স্মৃতির কোলে
আমার প্রাণের পরশ দোলে।

পিকলু চন্দ
২২.০৭.২০২০
জিরানীয়া, ত্রিপুরা

প্রাণের পরশ | Praner poros