Phele asha din ফেলে আসা দিন

Phele asha din ফেলে আসা দিন

Phele asha din

ফেলে আসা দিন

সিক্ত করেছো আমারে তবে অশ্রু নীরে,
রিক্ত করেছ স্নিগ্ধ ছোঁয়া’ প্রণয়ডোরে l
জমে ছিল যে আঁধার, মনের পাতায়
গুছায়েছ সব ভ্রান্তি কোমল ছোঁয়ায় l

ছন্নছাড়া দিশাহীন জীবন গতি রে ,
রুদ্ধ করেছে তোমার শীতল প্রাচীরে l
ভুলে যাওয়া স্মৃতির ফেলে আসা দিন
যত স্বপ্ন ম্লান ছবি সব রংহীন!

যা কিছু ছিল দিয়েছি (সব) তোমায় অর্পণ
আর যদি চাহ নিতে পারো শুধু মন,
স্মৃতিটুকু মনে আছে আর কিছু কথা-
দু’ফোঁটা নিরব অশ্রু হারানোর ব্যথা ।

ছড়ানো পথের কাঁটা বিঁধেছে পাতায়
ঝরেছে রক্ত কেঁদেছে পরান ব্যথায় ।
হারানো পিচ্ছিল পথের যাত্রা সুদূর
গোধূলির গান শেষ গন্তব্যের দোর ।

তুমি ছিলে আজও আছো,তোমার আঁচল-
যেমন শীতল ঝরনা ধারা অবিচল ।
তুমি চোখের পলক নিশার আধার
জীবন পথিক মোর সকল বাধার ।

যা ছিল অন্তরে মোর মলিন বিচার
দূর করেছে সবই কপট আঁধার ।
নিঃস্ব করেছ আমারে তব আলিঙ্গনে
চির ঋণী আমি তব প্রেমের বাঁধনে ।

সিক্ত করেছো  স্নিগ্ধ ছোয়া’ প্রণয় ডোরে-
রিক্ত করেছো এবার মুক্ত করো মোরে,
নাও তুমি যত মলিনতা মোহ ভয়!
হর্ষ বিষাদ হিংসা সব পরাজয় l

পিকলু চন্দ
২০.০৪.২০২০

(Phele Asha din. ফেলে আসা দিন  Bengali Romantic poem. The poem is about the poet’s life experience. Poet is describing here his experience of life how the experience worked for him.

ফেলে আসা দিন কবির  লেখা এক রোমান্টিক কবিতা। কবিতার বিষয়বস্তু আপাতদৃষ্টিতে পড়লে যতটুকু

বোঝা যায় কিন্তু তার অর্থ একটু ভিন্ন এখানে কবির  ভালোবাসা কবির  অভিজ্ঞতার সাথে কবির

জীবনের সাথে কবি ভালোবেসেছেন নিজের কাজকে নিজের উপর বিশ্বাস করেছেন সে কথাই কবির

প্রতি পংক্তিতে ব্যক্ত করার চেষ্টা করেছেন। জীবনকে ভালবাসলে,  কাজকে ভালোবাসলে,  মানুষকে থেমে

থাকতে হয় না I তার ছোট্ট অভিজ্ঞতা কবি এখানে প্রকাশ করেছেন। অন্য কেউ সাথে থাকতে পারে, না

থাকতে পারে, কিন্তু মানুষের নিজস্ব অভিজ্ঞতা, মানুষের নিজের উপর বিশ্বাস ভালোবাসা এবং ভরসা

কোথাও ছুটে যায় না l  তাই কবি নিজেকে, নিজের বিশ্বাসকে, নিজের অভিজ্ঞতা কে ভালোবাসেন।)