মা

মনের ভাবনা যত মোর
কোথায় হারিয়ে গেছে,
সে মাগো তোমার কথা ভেবে
গেছে সকল দুরাশা মুছে।

প্রাণের পরশ বুকে বাজে
ভাবনা তোমার এলে।
তোমার আভাস সকল খানে
হেরি দুচোখ মেলে।

ভগবান সে কল্পনা কথা
সৃষ্টির চালক তুমি।
মাতৃছায়ায় ভুবন আলো
দৃষ্টির আলোক তুমি।

হাত ধরে মা চলতে শেখা
তোমার চোখেই দেখা।
তোমার আঁচল ভাসিয়ে দিয়ে
বলতে কথা শিখা।

কল্পনা সে বড়ই মধুর
গল্পের ছলে শুনা।
স্বপ্ন হাজার লুটিয়ে দিয়ে
সে ত্যাগের আরাধনা।

অসীম স্নেহের নিত্য আবেশ
কোমল হাতের পরশ।
সব ভুলানো তোমার হাসি
স্নিগ্ধ শীতল আশিষ।

দেখছো কি মা মুখের পানে
বুকেই তোমার আছি।
ভুবন তোমার স্বপ্নে ঘেরা
তোমার প্রাণেই বাঁচি।

তোমার দেয়া জীবনখানি
সে ভালোবাসায় ভরা।
বাঁচতে আমি তাই শিখেছি
মা – ই ভুবন সারা।

তোমাতে মাগো জন্ম আমার
তোমাতেই যেন মিশি।
সৃষ্টি তোমার সুন্দর ভুবন
যেন তোমায় ভালোবাসি।

পিকলু চন্দ
13.05.2020
ভগবান আমাদের কল্পনামাত্র আমরা নিজের বিশ্বাস দিয়ে ভগবানকে গড়ে তুলি। তাইতো বুঝি মত আর পথ এত ভিন্ন। কিন্তু মমতাময়ী মা বাস্তব স্বরূপ। প্রকৃতি পৃথিবী আকাশ বাতাস সবকিছুর মূর্ত প্রতীক। পৃথিবী যেন মা ই মা।

Beloved Mother

Starting from the moment of our existence in the womb, to understand or say the struggle of our existence, we have to be ready for every moment of life. Nature establishes its being through our evolution and we are only for it. Our true form exists in the essence of nature. So I understand that we are the first owner of motherly love, then we grow up in the lap of nature. We will never be able to overcome this dependence. No matter how many struggles come in life, destiny drives us in its path to develop its being.