জানবে না

আমি একদিন কল্পনার রথ চড়ে
দেখতে যেতাম তোমায় সে উড়ে উড়ে।
স্বপ্নের কত ছবি মনে উঁকি মারে
যেমন প্রভাতবায়ু কাশবন পারে।
নিঝুম রাতের তারা মিটিমিটি হাসে
তোমার অস্তিত্ব বুঝি কল্পনায় ভাসে।
সে এক স্বর্গীয় সুখ আন্দোলিত হয়
অনুভূতি অনুভূতি বিরহের ভয়।
আজো আমার মনে আছে বিদায়ের-
ক্ষণ -এক পলকে সে ট্রেনের বাঁশির।
কল্পনা তোমার সে আজও বাজে প্রাণে
চোখ বুজে আসে বিরহের অভিমানে।
দূরে ছিলে বটে তবু আমার কল্পনায়
ভাসত তোমার সুর প্রেম মূর্ছনায়।
কতশত  শিহরনে দোলা দিত প্রাণ
মনো মাঝে ভেসে আসা স্মৃতি সে অম্লান।
জানবে স্মৃতির কিছু কথা কোনদিন
কৃষ্ণপক্ষ পূর্ণিমায় কোন একদিন।
লেখা কিছু কবিতার অগোছালো তান
কিছু কথা কিছু ব্যথা ভরা অভিমান।
বর্ষারাতের ঐ বিরস বদনে ভাবা
মনে পড়া বিজুলীর চমকিত আভা।
হয়তো জানবে না সে কথা কোনোদিন
উড়ে উড়ে দেখতে যেতাম (তোমায়)একদিন।

পিকলু চন্দ
২২.০২.২০২০

JANBE NA (জানবে না)

সত্যি সত্যি কেউ জানবে না। মনের মাঝে লুকিয়ে থাকা গোপন রহস্য কখন উঁকি মারে কেউ বুঝে উঠতে পারেনা। তখন আমি ভালবাসার জোয়ারে ভাসছিলাম হয়তো যার প্রতি সে প্রেম নিবেদন ও জানবেই না। আমার কাছে ইতিহাস হয়ে থাকবে, আমার কাছে বেদনার মুহূর্ত, আবার প্রাপ্তির মুহূর্ত হয়ে থাকবে। একটা জিনিস আমি ভালো বুঝি কোন জিনিসকে মনের মধ্যে লুকিয়ে না রেখে যদি প্রকাশ করা যায় তবে অনেক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। মানুষের মাঝে লুকিয়ে থাকা সত্য এবং বাস্তবের সাথে মুখোমুখি পরিচয় হয়। কেউই সত্যটাকে মেনে নিতে চায় আর কেউ অস্বীকার করে এখানেই তফাৎ।মনের গোপন কথা  কিছু মনে থাকলেই ভালো l
[11:28 AM, 9/16/2021] piklu chanda: সে