
Hridoy samraggy
হৃদয় সম্রাজ্ঞী
আর লুকোচুরি নয়
তুমি মুক্ত প্রিয়তমা।
প্রাণের গভীরে আমার
উত্তাল জলরাশি মোহনার!
মনের কথা মনেই থাকুক
কাজ নাই বিধিবার।
প্রাণের ভাষার ঠাঁই নাই জানি
বৃথা প্রেম নিবেদন।
তোমার চলার বাধাহীন ধারা
মুক্ত এবার বাঁধনহারা।
তুমি এক হৃদয় সম্রাগ্গী
চেতনাময়ী নারী।।
পিকলু চন্দ
১৮.০৪.২০২০
(” আমাদের আবেগের কারণে ভালোবাসা খুব বেদনাদায়ক। আমরা যখন প্রেমে পড়ি তখন সমস্ত ধরণের আশ্চর্য অনুভূতি আমাদের মনের মধ্যে দিয়ে যায়। আমাদের অনুভূতি সর্বদা প্রিয় প্রেমিক সম্পর্কে চিন্তা করে, প্রচুর চেষ্টা করার পরেও কেউ বিচ্ছেদ সম্পর্কে বা তার প্রিয়জনের থেকে দূরে থাকার কথা ভাবতে পারে না। কেউ যখন প্রেমে থাকে তখন সে খুব দয়ালু ও নরম হয়। এমনকি ক্ষুদ্রতম সংগ্রামকে রক্ষার মতো অবস্থানেও থাকে না । এমন পরিস্থিতিতে যদি কেউ প্রেমিকের অনুভূতি বুঝতে না পারে তবে পরিস্থিতি আরও খারাপ হয় এবং ‘হৃদয় সম্রাজ্ঞীর’ মতো কবিতা সহজেই অসহায় প্রেমিকার অনুভূতি প্রকাশ করে।মাঝে মাঝে ভালোবাসার পরিণতি খুব ভয়ঙ্কর হয় সময় কিংবা নিয়তি চাইলে ও তার পরিবর্তন করতে পারে না। তাই ভালোবাসা যেমন আনন্দের তেমন হৃদয় বিদারক।তাই তো লোকে বলে ভালোবাসা যায় না ভালোবাসা হয়ে যায়”।)
Hridoy samraggy PIKLU CHANDA
“Love is very painful because of our emotions. When we fall in love, all sorts of wonderful feelings run through our minds. Our feelings always think about a beloved lover, After a lot of attempts, one can’t think about the separation or to stay far from his beloved one. When someone is in love he is a very kind and soft one. Not even in a position to defend the smallest struggle. In such a situation if anyone doesn’t understand the feelings of a lover then the situation becomes worsen. And poem like ‘Hridoy Samraggi’ easily expresses the feeling of a helpless lover Sometimes the consequences of love are so terrible that time or destiny cannot change it. So love is as heartbreaking as joy.That is why people say that love does not become love” )
Hridoy samraggy PIKLU CHANDA