গন্তব্যের নতুন আলয়ে
ভাবি পৃথিবী কি সত্যিই বেঁচে থাকবে
সেই কলতান আবার কি শুনতে পাবে!
দেখা যাবে কি চেনা দৃশ্য কচিকাঁচাদের
হৈ- চৈ – এ মুখরিত ওই বাহারি সুরের!
কোয়ারান্টাইন রূপি সে ঐ স্কুল গুলি
হয়তো তাই হবে, খুলবে স্কুল গুলি।
ফিরবে কি মানুষ মানুষের ভালোবাসা
ফিরে কি আসবে আগের সেই ভরসা!
মনে হয় পৃথিবীটা যেন ঘড়ি হয়ে আছে
মানুষের স্বপ্ন বোঝা নিয়ে বেঁচে আছে।
কোন অজানা সে এক গন্তব্যের পথে
দিন মাস কত বছর নিজের অক্ষপথে!
আমি যদি পারতাম মুক্ত করে দিতে
জীবনের গণ্ডিকে নিয়মের হাত হতে।
জীবনটাকে ভাসিয়ে দিতে পারতাম
লিখে দিয়ে মোহর ছেপে- দীর্ঘ বিশ্রাম!
স্রোতস্বিনী গঙ্গার ধারায় বয়ে বয়ে
জীবনের গন্তব্যের নতুন আলোয়ে !
পিকলু চন্দ
০৭.০৫.২০২০
Add Your Comment
Use the following form to leave your comment on this poem.
Comments
There are 10 comments made on this post so far.
-
Jahangir Alam02/07/2020, 13:41
অনেক অনেক সুন্দর লেখা দারুন লাগলো প্রিয় কবি।
-
SHAMINUL HAQUE HIRA02/07/2020, 13:37
অনেক সুন্দর হয়েছে সম্মানিত কবি আপনার অনন্য লিখনি পড়ে বেশ দারুণ লাগল। শুভকামনা রইল।
-
Tawhid Talukder02/07/2020, 12:31
অপূর্ব, সুন্দর জীবনমুখী কবিতা!
“স্রোতস্বিনী গঙ্গার ধারায় বয়ে বয়ে
জীবনের গন্তব্যের নতুন আলোয়ে !”
মুগ্ধ হলাম প্রিয় কবি।
অনেক অনেক শুভকামনা রইল 😍😍 -
Kaler Muazzin02/07/2020, 12:21
খুব ভালো লাগলো দারুন ভাবনার কথা ।
-
Md Nazmul Hasan02/07/2020, 11:57
অপূর্ব সুন্দর প্রকাশ। শুভকামনা নিরন্তর প্রিয় কবি।
-
Subodh Kumar Sheet02/07/2020, 10:23
সুন্দর!
একরাশ ভালোবাসা রেখে গেলাম প্রিয় ।
প্রিয়, সুস্থ থাকুন ।
সাবধানে থাকুন ।
ভালো থাকুন সবাইকে নিয়ে ।
হার্দিক 💐শুভকামনা অবিরত। -
MUKUL SARKAR DHRITI RAJ02/07/2020, 09:19
গন্তব্যের নতুন আলোয় এক অভূতপূর্ব বাস্তব স্বপ্ন জড়ানো কাব্য কথা উদ্ভাসিত।
আমরা সবাই অঙ্গীকার করে মানবতায় উত্তীর্ণ করে পৃথিবীকে সাজিয়ে দিয়ে যাই চলুন।
ভীষণ ভালো কথামালায় মানবিক জীবন মুখী কবিতায় মুগ্ধ।
হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানবেন সম্মানিত কবিবর -
Atanu Sengupta02/07/2020, 08:29
স্বপ্ন কবির স্বপ্ন মোদের একদিন সফল হবেই। সেই দিনের আশায় তো মোরা দিন গুনছি।
বাহ্, বেশ হৃদয়ের ছোঁয়া মাখা জীবনমুখী কাব্য মঞ্জরী।
মনোময় অনুভবের অভিনবত্ব।খুব ভালো থাকবেন, প্রিয় কবি।
একরাশ শুভেচ্ছা অবিরত -
Jagadish Chandra Mandal02/07/2020, 07:41
খুব সুন্দর হয়েছে প্রিয় কবি। আপনার প্রত্যাশা, স্বপ্ন পূরণ হোক এই কামনা করি। শুভ কামনা রইল নিরন্তর।
-
faiuzl mohi02/07/2020, 05:07
অসাধারণ বিষয় বস্তুর নিখুঁত লেখনী l মুগ্ধ হলাম। :