আমার ইচ্ছে ছিলো
আমার ইচ্ছে ছিল আমি একবার নদী হই,
আমার হিল্লোল এপার থেকে ওপারে যেন স্পর্শ করে তীর কে!
বাতাসের ইশারায় বয়ে চলি সাগরের দিকে,
সূর্য উঠবে আর অস্ত যাবে আমার বুকে!
আমি ঢেউ হয়ে করবো কেলি আপন মনে!
বর্ষা এলে রুদ্র বেগে ছুটব দু পার ভেঙে!
আবার বাষ্প হয়ে মেঘের কোলে উড়বো পাখা মেলে,
আমার ইচ্ছে ছিলো!!!!!
0 Comments