স্বপ্ন যদি মিথ্যে হয়
PIKLU CHANDA
বল হারি যদি নিজ কাজে
প্রতিবাদ করি কি বলে!
সঙ্গ যদি ছাড়ে কেহ
রাখি তারে কি বলে!
জীবনের যত অপবাদ
নিরবে তারে সহিব।
স্বপ্ন যদি মিথ্যে হয়
বল কি করে তারে ধরিব!
গোপনে অতি সংগোপনে
নিয়তিরে দোষী একা,
যত ব্যথা প্রাণে লাগে
বলি তারে কেমনে সখা।
লাজে শুধু মরি মরি
আঁধারে সে খুঁজি দিশা,
কেমনে সে ভুলি তারে
ভাবি বসি দিবানিশা ।
খেলা ঘরে খেলা শেষে
পড়ে রয় ঘটি-বাটি।
ক্ষণিকের মিছে আশা
দূরে কত জীবনের ছুটি!
পিকলু চন্দ
জীরানিয়া,ত্রিপুরা।
09.04.2021
সত্যি মানুষের জীবনের স্বপ্নের আর অন্ত নেই। স্বপ্ন অহরহ ভাঙ্গে কিন্তু মানুষ তবুও স্বপ্ন দেখতে ভয় পায়না। যেন স্বপ্ন নিয়ে বাঁচে। চাওয়া-পাওয়ার অফুরান ব্যথাকে ভুলে গিয়ে নতুন নতুন স্বপ্ন দেখা। ভেঙ্গে গিয়ে ধুলায় গড়ানো তারপর আবার একটা নতুন স্বপ্ন নিয়ে বেঁচে থাকার তাগিদ। আহারে! স্বপ্নের মাঝে কি যেন মধু আছে, এত ব্যাথা সহ মানুষ স্বপ্ন নিয়ে বাঁচতে চায়। আদৌ স্বপ্নের কোন অস্তিত্ব আছে কিনা কেউ জানে না কিন্তু মনের মাঝে জেগে উঠেছে অপরান বাসনা তাকে কি আর চেপে রাখা যায়। স্বপ্ন হয়ে আমাদের সামনে বারবার ধরা পড়ে। অবচেতন মন যখন ঘুমিয়ে পড়ে তখনো ঘোরাফেরা করে আমাদের মনের মাঝে আমাদের কল্পনায়। স্বপ্ন ভেঙ্গে যাওয়ার ব্যথা কিন্তু আমাদের কখনো এত ব্যথা দেয় না। কাটুন স্বপ্নই স্বপ্নের পরিপূরক। স্বপ্নই যেন মানুষের জীবনে বাঁচার তাগিদ।
Thanks for visiting Tripurawebsolution.com
0 Comments