সময় ঘড়ি | The timeclock
আমি চিনিনি তাহারে কেন এতদিন,
কঠুর বড়, নিঠুর যেমন,
শুধু গেছে কাল এমনি বয়ে,
আমি চিনিনি তারে কেন এতদিন।
দেখেছি যাহারে কোন একদিন,
মায়া ভরা চোখ, সজল নয়ন,
ভুলেছিনু তার মায়ার বাঁধনে,
আমি বুঝিনি তারে কেন এতদিন।
ভেবেছি যাহারে নিদ্রায় স্বপনে প্রতিদিন
খুঁজেছি তাহারে নিরালায়,
প্রশ্ন হাজার ছুটে আসে কাছে,
আমি জানিনি তাহারে কেন এতদিন।
কাছে আছে তবু দূরে কেন লাগে,
বলেনি ত আমারে একটিবার- কোনদিন ?
মিছে ছিল সব তবে,প্রাণে কেনো ব্যাথা লাগে,
আগে আমি ভাবিনি ত এতদিন!
পিকলু চন্দ
জীবন যেমন সময় ঘড়ি,
থামলে পরে বাধাই আড়ি,
তাই সে চলুক আপন মনে-
কাল কি হবে কে -ই-বা জানে!
সময় ঘড়ি | The timeclock
কিছু কিছু কথা কোনোদিন বলা হয়ে উঠে না। আমরা একসাথে থেকে ও অনেক দূরে থাকি কিন্তু কোনোদিন প্রতিবাদ করিনা। প্রবল বর্ষণে যখন বাঁধ ভেঙে সমস্ত বাসভূমিকে যখন প্লাবিত করে তখন আমরা তার প্রতিকার খুঁজি। জীবনের ক্ষেত্রে ও তাই হয়। আমাদের অনেক সমস্যা কে দূরে ঠেলে আমরা এগিয়ে যাই কিন্তু একটা সময় আসে সব থিমে যায়। আমরা হাজার চেষ্টা করে ও তার প্রতিকার করতে চাই না। আবার কখন ও প্রতিবাদ বা প্রতিকার কোনোটাই করা ঠিক না সময় ই এর সঠিক সমাধান খুঁজবে। কারন কিছু জিনিস বাঁধন মানে না, কিছুটা আলোর মতো l আমাদের জীবন একটা টাইমক্লক এর মত। জীবন কখনো থেমে থাকে না।
সময় ঘড়ি | The timeclock
Some feelings are never said. We are living together but feel far away from each other but we never protest. When the banks of the river break in heavy rains and flood all the habitats, we start to find the remedy. And so it is with life. Many of our problems are pushed away and we move forward but a time comes when everything stops. We try a thousand times but never find the remedy. Again, sometimes need to be silent or not to try any remedy. Let the time to find the right solution. Our life is like a time Timeclock. Its life never stops. Because some things don’t respect binding, a bit like a ray of light.