শেষ প্রত্যাশা | Sesh Pratyasha ❤️

কোন এক সময় আমার ইচ্ছে গুলো খুব জীবন্ত ছিল,
টগবগে ফুটন্ত জলের মতো আমাকে ব্যস্ত রাখত
আমার উৎসাহ-উদ্দীপনার শেষ ছিল না,
কোন একদিন তারই উৎসাহে বেছে নিয়েছিলাম ,
অজানা এক খুব সুন্দর ফুলের মালা,
আনন্দে গলায় পরে বেড়াবো বলে!
তাই হয়েও ছিল আমার সাথে,
তারপর আস্তে আস্তে সব দলগুলো ঝরতে লাগলো,
ব্যথায়, বেদনার গ্লানিতে, আমি কাতর হয়ে পড়ছিলাম,
যাকে পছন্দ করে ঘটা করে গলায় পরবো বলে নিয়ে এলাম,
সে কি শুধু অল্প কিছুদিনের জন্য,
এত তাড়াতাড়ি মলিন হয়ে গেল,
কোমল পাপড়িগুলো, কেমন ফ্যাকাসে হতে লাগলো,
মনে হতে লাগল এগুলো সব যেন কাটা,
গলায় কাঁটা বিঁধে আমি রক্তাক্ত,

আমি নির্বাক, আমি স্তব্ধ,
আমার গর্ব আর অহংকার,
সব একে একে চূর্ণ হয়ে গেল।নির্লিপ্ত  বাসনার দাসত্ব থেকে আমি বিমুখ,
কিন্তু একবার তাকে ভালোবাসলে কি আর সহজে ও ছাড়ে?
আমার হাজার চেষ্টাতেও আমি মুক্ত হতে পারিনি।
মুক্ত হয়েও বল কি হতো?
আমারি তো পছন্দ ছিল,
প্রত্যাখ্যান নয়, কোনো প্রতিবাদ নয়,
আমি আনন্দে আত্মহারা, বিমোহিত।
সগর্বে বলি আমি বাসনার দাস,
বেঁচে থাকার প্রচন্ড প্রয়াসে, আমি স্বার্থপর মানুষ।
তাইতো হাজার চেষ্টাতেও প্রত্যাশা আমাকে ছাড়ে না,
আমি যতই মুখে তারে দূর-দূর ছাই-ছাই বলি,
ততই সে প্রচণ্ড আস্ফালনে আমাকে জড়িয়ে ধরে,
কোথাকার কোন ভিজে শ্রাবনের গন্ধে আমাকে বিমোহিত করে।
আমি বারবার তাকেই বিশ্বাস করি, ভালোবাসি।
আমার রন্ধে রন্ধে এক অজানা বিশ্বাস আমাকে গ্রাস করে ❤️
আমি চাইলেও তা থেকে মুক্ত হতে পারি না!

ফুলের রেণু হতে আজ বীজ অঙ্কুরিত
হয়তোবা বৃক্ষ হবে আবার,
ফুল হবে, ফল হবে, শত শত,
পথিক হয়ে ফিরে যদি কভু বসে ছায়া পাই একটু খানি,
এই রইল আমার শেষ প্রত্যাশা।

শেষ প্রত্যাশা | Sesh Pratyasha

পিকলু চন্দ

জিরানিয়া ,ত্রিপুরা

9th Oct 2021

শেষ প্রত্যাশা | Sesh Pratyasha ❤️ প্রত্যাশা মানুষের জীবনে কখনো শেষ হয় না বারবার নতুন করে জন্ম নেয়।তাই বলতে দ্বিধা নেই, বোধহয় প্রত্যাশাই প্রকৃত জীবন।

Poetry

Visit tripurawebsolution.com


0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *