মনের গোপন কথা
বলছি তারে আয় নিয়ে যা
তবুও কেন টালবাহানা,
সময় কি আর রইবে বসে
কাল কি হবে কেউ জানে না?
দড়ির টানে দুলছে জীবন
ইনস্টাগ্রামের ছবির মতন-
ফেসবুক টা ভীষণ রসিক
টুইটার টা দুতের মতন !
মনের ব্যথা লুকিয়ে রেখে
হাসছি তবু নিত্য অজুহাতে,
ইচ্ছেরা সব ডানা মেলে উড়ছে আকাশ ছেয়ে
জানিনা সে বসে আছি কিসের অপেক্ষাতে!
বলছি তারে আয় ছুটে আয়
দূর ছুটে যাই দুজন মিলে
গহীন বনের গুহার মাঝে,
সেথায় লুকিয়ে থাকি দুজন মিলে।
মনের সকল কথা কইতে তারে
চেয়ে আছি পথ একলা বসি
হাতেগোনা সব কাজের হিসাব,
একে একে বুঝাই তারে অংক কষি।
বুঝাই তারে কে-ই-বা বল,
শুনবে না ও কারোর কথা!
চুপ করে তাই আছি বসে
মনেই থাকুক মনের গোপন কথা।
মনের গোপন কথা
মনের মাঝে কিছু কথা এমনি করেই লুকিয়ে থাকে চাইলেই প্রাণের মানুষটাকে বলা হয়ে উঠেনা। যে ভাষা বুঝে নিতে হয় মন দিয়ে। যারা এই ভাষা বুজে তারা খুব সুখে থাকে কিন্তু যারা বুঝেনা তাদের খুব কষ্ট হয়। তারা পৃথিবীতে বিরল মানুষ চেয়ে ও মনের কথা বলতে পারে না নিজের মনের কথা মনে নিয়ে ই এক দিন পৃথিবী ছেড়ে চলে যায়। কেউ মানুষটাকে ববুঝতে ও চায় না। ঈশ্বর ব্যতীত কেউ জানেনা ও কি চায়! সংসারে মানুষ শুধু নিজেকে সঠিক বলে তুলে ধরার জন্য কিচ্ছু করতে পারে তা যতবড় অন্যায় হোক না কেন।