বীরপুরুষ Beer Purush Piklu Chanda

বীরপুরুষ

বীরপুরুষ Beer Purush Piklu Chanda

পিকলু চন্দ

মুক্ত হতে হতে এত মুক্ত হয়েছি শেষে ,
আমাদের বাহ্যিক খোলসটা ও পড়েছে আজ খসে।
লোকদেখানো মান অভিমান শুধু রয়েছে শেয।
বাকি মানবিকতার কোনো মূল্যই নেই অবশেষ।
প্রতিবাদ করার ক্ষমতা কবে হারিয়েছি।
প্রতিবাদের ভান রয়েছে শেষ।
আড়াল করার আর কোন পথ বেঁচে নেই
সহজেই আঘাত লাগা খুব স্বাভাবিক।
প্রাচ্য ও পাশ্চাত্যের ব্যবধান
এক মহাসাগর বললেও কম হয়।
আমাদের নিজেকে গুটিয়ে নেওয়া দেখে
আজকাল কচ্ছপ ও লাজে ব্যাথা সয়।
তবুও নির্ভীকআমরা
ছোট পরিবার সুখী পরিবার হয়!
খাঁটি সংসারী বীরপুরুষ
অর্ধাঙ্গিনীর আঁচলে মুখ গুঁজে রয়।
তবুও আমরা বীরপুরুষ।
হাড়ভাঙ্গা খাটুনি নয়,
হাড়ভাঙ্গা কাঠ মানি টাই আসল খবর হয়।
না হলে কি আর মরা মানুষের এত দাম হয়?
অংকে ভালো তাই ত
জ্যন্ত মানুষের কদর নেই।
জ্যান্ত মানুষের লাশ হতে এখনো সময় আছে ঢের।
যারা মরেছে তাদের নিয়েই
চলছে খেলা আনন্দের।
যৌথ নয় একাই ভালো
নিজের বোঝা বইতে নারি
নিজের বোঝাই ভারী।
নিজের লাশ নিজেই বয়ে নিয়ে যাব,
যৌথ নয়, যত ব্যথা সব একাই ঘুচাবো I

আমরা তবুও হব বীরপুরুষ!

পিকলু চন্দ

18.05.2021

বীরপুরুষ Beer Purush Piklu Chanda

একান্নবর্তী পরিবার আজ আর নাই বললেই চলে। আমাদের নিজের চাহিদা, পূর্তি করতে গিয়ে, আমরা আমাদের অস্তিত্বকেও এখন প্রায় ভুলতে বসেছি। এ যেনো নিজেকে খুঁজতে খুঁজতে, গিয়ে নিজেকে হারিয়ে ফেলা। আমরা খুশির সন্ধানে ছুটি, কিন্তু খুশিটা যে কি তা নিজেই জানি না। আমরা নিজেকে আজকাল মানুষ নয় পুতুল বানিয়ে ফেলেছি, মেশিনের মত সুইচ টিপলে চলে।