বন্দী করো আমারে
শত হতে পূর্ণ আর বুঝি মাত্র বাকি এক
নিশার স্বপনে আমি জেগে আছি বেশ!
আর ঘুমোতে দিয়ো না আমায়,
মুক্ত করো আমায় যত বাকি আছে ক্লেশ!😥
আমি মুক্ত বিহঙ্গের মত শুভ্রমেঘ খন্ডের-
রথচড়ে, বিচরিতে চাই কল্পনার শিখরে,
রুদ্ধ করি যত আছে সকল দ্বার নির্দ্বিধায়,
বন্দী করো আমারে নিরালায় কল্পনার অন্তঃপুরে।
আমি লুটাবো মুক্ত জাল সাগরের গহীনে,
উড়াবো ভাসানো ডিঙির পাল সৃজন সন্ধানে!
তুলিতে কাব্যের গহনা একে একে হরষে,
সৃজিতে মুক্তা খচিত রচনা যতনে।
কাব্য পিপাসু আমি ছিন্ন করি সকল বাঁধন
অকাতরে বিলাবো যত আছে সঞ্চিত ধন।
বঞ্চিত প্রাণের সঞ্চিত কিরণ আশার,
গুঞ্জরিত হতে মহামিলনের নতুন গান।
আমি ছন্নছাড়া বাদন হারা মুক্ত পথিক এক-
আমি অঙ্গীকার, অতৃপ্ত বাসনার উত্তরসূরী,
আমি নিয়তির দোসর, জীবনের কলতান,
আমি কল্পনার দাস, সুদূরের প্রহরী!
শত বুঝি আজ পূর্ণ হল আমার কবিতার,
পূর্ণ হতে যত আশা গোপনে, অতি সংগোপনে,
বিভাবরী আজ জাগুক একা আলোর সন্ধানে,
বন্দী করো আমারে নিরালায় কল্পনার অন্তঃপুরে।😂
পিকলু চন্দ
জিরানিয়া ত্রিপুরা ওয়েস্ট
তাং- ২ই আষাঢ় ১৪২৮
Bengali Poem Piklu Chanda Tripurawebsolution.com
আমি যেন কেন জানিনা অনেকদিন পর একটু মুক্ত বোধ করছি, মনে হয়েছিল কোন একটা ভীষণ বড় ভারি বস্তু আমাকে চেপে রেখেছিল আমি হাজার চেষ্টা করেও মুক্তি পাচ্ছিলাম না। যেন আমি মুক্ত l
❤️❤️❤️
কখনো কখনো জীবনের চাপে যখন কোন এক মধুর বসন্ত এমনিতেই বেরিয়ে যায়, হতে পল্লব ঝরে যাওয়ার মতন। প্রকৃতি যেমন বর্ষার অপেক্ষায় প্রহর গুনতে থাকে চৈত্রের প্রখর তাপে l জীবন ও তাই একটুখানি ভালো সময়ের প্রত্যাশায় কাল যাপন করে। কিন্তু একটা জিনিস মানতেই হয় সমস্ত কিছু জীবনের প্রচেষ্টায় নিজের ব্যক্তিত্বের দ্বারা প্রতিহত করা সম্ভব।আমার অভিজ্ঞতা আমাকে কখনো খুব মর্মাহত করে আবার অনুপ্রাণিত করে। একটা জিনিস আমি বিলক্ষণ উপলব্ধি করতে পেরেছি সমস্যা যতই আসুক না কেন সমস্যাকে ভয় পেয়ে দূরে গেলে চলবেনা সমস্যার পেছনে আমাকে যেতে হবে যাতে সমস্যা আমাকে ভয় পায়।
ব্যক্তিগত প্রয়াসে অধ্যাবসায়, ব্যক্তিগত প্রয়াসে গড়ে ওঠে অবলম্বন, ব্যক্তিগত প্রয়াসে সৃষ্টি হয় নতুন দিগন্তের। পরিশেষে বলতে হয় ব্যক্তিগত প্রয়াস ই সফলতার আসল চাবি।)