আমার পথ আড়াল করে রাখে –
ছোট্ট একটা ছায়া অবলীলায় চলে আসছে পাশে,
আমি গামছা বেঁধে রেখেছি-
দড়ি বাঁধার জো নেই!
নিস্তব্ধ,নিশ্চুপ কেমন বিচ্ছিরি গন্ধ-
দম বন্ধ হয়ে আসে,
ছায়া, ক্রমশ বিলীন!

আমার অস্তিত্বের গহীন রন্ধ্রে রন্ধ্রে
যেন গ্রহণ লেগে আছে!
নিরবতার চাদরে কেমন জীবন তরঙ্গ আচ্ছাদিত!
মাঝে মাঝে অবকাশ নিতে ইচ্ছে হয়।
শরতের হিমেল পরশ অনুভূত হয়,
শরতের আলিঙ্গনে বর্ষা স্তিমিত প্রায়-
শিশির বিন্দু সূর্যকিরণে হীরে হতে প্রস্তুত!

পুজো শেষে পুরুত মশাই হঠাৎ অদৃশ্য-
আমি চরনামিতের প্রত্যাশায় অধীর!
স্বয়ং ঠাকুর এসেই প্রসাদ দেবেন,
কিন্তু আশ্চর্য কারো সাড়া নেই!
বোধহয় একটু তাড়া করে ফেলেছি,
আঁধারের ভয় আজ আর নেই-
প্রতীক্ষায় রইলাম যদি কেউ আসে!!

পিকলু চন্দ
জিরানিয়া, ত্রিপুরা
২০ আশ্বিন, ১৪২৭ বঙ্গাব্দ

প্রতীক্ষা | Protiksha Bengali Poem

মানুষের জীবনের সংগ্রামের মুহূর্তটা খুব কঠিন। অনেক চেষ্টা করেও মানুষ সংগ্রামের মুহূর্ত থেকে বেরিয়ে আসতে পারে না, সেই সংগ্রাম পৃথিবীতে বেঁচে থাকার জন্য হোক কিবা নিজের অস্তিত্ব বিস্তারের জন্য হোক। পারিপার্শ্বিক পরিস্থিতি আমাদের বাধ্য করে আমরা চোখ বুজে অনেক কিছু সহ্য করতে পারিনা। প্রতিবাদ কখনো সুফল নিয়ে আসে আর কখনো প্রতিবাদ প্রশ্ন হয়ে নিজের কাছেই ফিরে আসে। তখন শুরু হয় সংগ্রাম।

Comments

There are 16 comments made on this post so far.

    • Piklu Chanda08/12/2020, 08:24

      অনেক অনেক ধন্যবাদ প্রিয় কবি।

      নান্দ‌নিক প্রকাশ।

    • Piklu Chanda08/12/2020, 08:23

      ধন্যবাদ প্রিয় সম্মানিত কবি।
      খুব ভালো থাকবেন।

      Gopal Chandra Sarkar27/11/2020, 10:55

      বড়ো ভাবগম্ভীর ভাবনার কাব্য ! নিঃস্বমনের নীরব চিন্তন , ছায়া ছায় ময় সর্বত্র দেখা তায় !
      কাব্যের মধুর ভাব প্রকাশ মুগ্ধ ।
      ভাল থাকবেন প্রিয়কবি , শুভেচ্ছা অসীম ।

    • Piklu Chanda24/11/2020, 17:17

      একরাশ ধন্যবাদ প্রিয় কবি।

      Jahangir Alam Apurbo24/11/2020, 13:59

      হৃদয় হার্দিক

    • Piklu Chanda24/11/2020, 17:19

      কবির অন্তরে জমে থাকা বিস্ফোরক মন্তব্যে উদ্দীপ্ত হলাম।
      বাস্তব খাঁটি কথাই বলেছেন প্রিয় কবি। একমত না হয়ে পারলাম না।
      খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন।

      MUKUL SARKAR24/11/2020, 13:37

      পুরুৎ পালাবেই আর কিছু বছর পর পুরুৎ কে ধরে…….। এখনো দেশ আর্যদের দখলে।শাসন ক্ষমতা ভুমি পুত্রদের দখলে এলেই পুরুৎ ঠিক হয়ে যাবে।
      আপাতত অপেক্ষায় থাকতে হবে।
      সুন্দর কাব্য প্রকাশ।
      আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানবেন প্রিয় সম্মানিত কবিবর ।
      ভালো থাকুন সুস্থ থাকুন নিরন্তর ।

  • Ashis chakraborty24/11/2020, 12:18

    অপূর্ব নিবেদন
    ভালো লাগল মন
    প্রিয় কবিকে আমার শুভেচ্ছা নিবেদন|

    • Piklu Chanda08/12/2020, 08:28

      অনেক অনেক ধন্যবাদ প্রিয় কবি।
      খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন।

    • Piklu Chanda08/12/2020, 08:28

      ধন্যবাদ প্রিয় কবি।

      Borhanul Islam Liton24/11/2020, 11:05

      সুন্দর কাব্যিকতা প্রিয় কবি।
      ভীষণ মুগ্ধতা রেখে গেলাম পাতায়।
      আন্তরিক শুভেচ্ছা ও শুভ কামনা জানবেন।

    • Piklu Chanda08/12/2020, 08:29

      ধন্যবাদ প্রিয় কবি।

      Nirjhar Mukhopadhyay24/11/2020, 08:50

      ভালো লাগলো। অভিনন্দন।

  • M A Salam24/11/2020, 08:38

    কবি খুবই সুন্দর লিখেছেন পাঠে মুগ্ধতা রাখিলাম ধন্যবাদ।

    • Piklu Chanda08/12/2020, 08:29

      ধন্যবাদ প্রিয় কবি।

      প্রতীক্ষা | Protiksha Bengali Poem