পালাই পালাই

পালাই পালাই  পালিয়ে বেড়াই,
যেদিকেই যাই শুধু তারেই খুঁজে পাই।                                                                                                                                মাসির বাড়ির গল্প শুনে মেজাজ শুধু এমনি হারাই।
নিজের কাজে মন বসে না,
পরের দেনা নিজেই বয়ে যাই
সবকিছুতেই পালাই পালাই।
নেমন্তন্নের নাম শুনে ভাই
কেমন যেন গা ছমছম!
খাওয়ার কত ফর্দ হবে
অতিথি সব আসবে যাবে।
দায় খানা সব আমার হলো,
আপ্যায়নের দায় যে এলো।
আমার একটু শান্ত স্বভাব
তার উপরে কাজের প্রভাব।
একাই আমি ব্যস্ত থাকি,
সবখানেতে ঝামেলা নাকি!
আমার চুপটি করে ঘাপটি মেরে,
বেশ ভালই লাগে থাকতে ঘরে।
পালাই পালাই স্বভাবটা যে
লেগেই থাকে সকাল সাঁঝে।
অফিস পালাই, মিটিং পালাই,
নেমন্তন্ন টা প্রাণপণে চাই।
হাসতে গেলে দাঁতে ব্যথা,
নাচতে গেলে, সেই কোমর ব্যথা।
চাইলে টাকা ভীষণ বাঁধে,
পালিয়ে বাঁচি রাধে রাধে!
আলমারিটা ভাঙলো কেন
রবিবার তো ছুটির দিন।
লোকদেখানো ব্যস্ত সবাই
আসল সত্যি পালাই পালাই!

PIKLU CHANDA. 16th May 2021

পালাই পালাই শীর্ষক কবিতা আমাদের দৈনন্দিন জীবনের বাস্তব অভিজ্ঞতা কে তুলে ধরার প্রয়াস মাত্র। আমাদের ব্যস্ততার মাঝে জীবন কাটে আমাদের দৈনন্দিন জীবনের কাজকর্ম গুটিয়ে নিতে আমরা হিমশিম খাই। আমার মনে হয় মানুষ কাজে এতটা ব্যস্ত হয়ে যায় যে একটা সময় আসে ও নিজের কাছ থেকেও পালিয়ে বেড়াতে চায়। কবিতাতে সেই বাস্তব অভিজ্ঞতার কিছু চিত্র তুলে ধরার চেষ্টা করলাম মাত্র। সময় আসে আমরা আসল নকল কিছুই বুঝিনা সবকিছুতেই পালাই পালাই। আর এই পালাই পালাই করতে করতে আমরা জীবনের আসল উদ্দেশ্য টাকে ভুলে যাই, হয়ে উঠি স্বার্থপর ভাবগম্ভীর, দয়ামায়াহীন যেন প্রাণ এক মানুষ জড়োতে পরিণত হই। তবে সত্যিই কি আমরা পালাতে পারি না পালাতে পালাতে হারিয়ে যাই একদিন!

আমরা সত্যি কি তার জন্য দায়ী কি আমাদের জীবনের ব্যস্ততা তার পিছনে আমাদের জন্য কাজ করে। আলোচনার বিষয় আমাদের যতই ব্যস্ত থাকুক না কেন এহেন বাস্তব সত্যকে আমরা কখনই এড়িয়ে যেতে পারি না। থাকুক কিংবা নাই থাকুক সত্যিটাকে আমাদের মানতে হবে সে নিজেকে ভালোবাসার খাতিরে হোক না হয় আত্মসম্মান এর খাতিরে না হয় হয়তোবা বেঁচে থাকার তাগিদে জন্য।

Thanks

Categories: Poetry

0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *