চলো আরো একবার চেষ্টা করি
নতুন করে বাঁচতে শিখি।
যদি জীবনের রং পাল্টায়।
প্রত্যাশা তো ঢের ছিল!
কিন্তু,
বিশ্বাসঘাতক! না না অমনটা বললে যে খুব ভুল হয়!
ও যে খুব কাছের ছিল।
ও যে আমায় বন্ধু বলেছিল।
অনেক স্বপ্ন একসাথে দেখা,
স্মৃতিগুলি দগদগে রক্তাক্ত ক্ষতের মত!
যখন মনে পড়ে, চলতে চলতে, শুয়ে শুয়ে, ভাবতে ভাবতে।
মনে হয় কেউ যেন রক্তাক্ত ক্ষত কে
আবার রক্তাক্ত করে দিয়ে যায়!
আমি যন্ত্রনায় কাতর হয়ে পড়ি।
বিশ্বাস-অবিশ্বাসের খেলায় আমি পরাজিত!
দীর্ঘ নিশ্বাস ছেড়ে উঠে বসি!
অচেনা, অদৃশ্য বন্ধুত্বের
পথ চেয়ে রই একাকী!

মনে হয় নিস্তব্ধ আঁধারে দাঁড়িয়ে আছি
আমাকে কেউ দেখতে পাবে না!
আমায় ভুল প্রমাণিত করে যখন পূব আকাশে
ঊষার আলো লাল হয়ে ওঠে!
তখন আমি নিশ্চুপ!
সমস্ত দায় আমার একার।
আমি তো তখন বন্ধু হতে বারণ করিনি।
দিব্যি তরতরিয়ে উপভোগ করেছি।
কিন্তু পরিণামের বেলা পালাতে চাই।
মানুষ এমনি করেই গিরগিটিকে হার মানায়!

পিকলু চন্দ
জিরাণিয়া, ত্রিপুরা
২৩ এপ্রিল ২০২১

পথ চেয়ে রই Piklu Chanda

আমরা জীবনে অনেকবার নিজের প্রয়োজনের তাগিদে অন্যের সাথে বন্ধুত্ব করি। তারপর হয়তোবা কোন কারনে স্বার্থের দরকষাকষিতে আমরা একে অপরের শত্রু হয়ে উঠি। জীবন কিন্তু তার নিজের গতিতে চলতে থাকে। আবারো বন্ধুত্ব হয় আবারও হয়তো সম্পর্কের মাঝে চিড় ধরে। কখনো বা সম্পর্কের দরকষাকষিতে আমাদের অস্তিত্বই শেষ হয়ে যায়। তবুও মানুষ এমনি করেই বাঁচে। চির মোহময় জীবনের আলিঙ্গনকে কেউ ই দূরে ঠেলে রাখতে পারেনা।