বলো, কাঁদলে কি হয়, হাসলে কি হয়,
লাল চোখ রাঙ্গালেই হয় বিশ্বজয়!
ভক্তের ভক্তি, শক্তি, কত অধিক বেশি
চাই, রূপে আর গুনে যেন গঙ্গাদাসী।

ভক্তরা সব জবাই করে, পুণ্য খোঁজে,
শূন্য মাঝে অন্ন ফলায় চুরির কাজে!
বিদ্যা তাদের অনেক বেশি, পাঠশালা
তো যায়নি, পাঠশালা যে নিজের খোলা!

পেদার জুরেই যে হাঁক ছাড়ে,সাহসে-
ছদ্দবেশী হায়না-রা যে তাদের পাশে।
দুঃখ সুখে তারাই পাশে, পাছেই আসে
কুর্শি পাকা কোথাও যদি আসর বসে।

মাইক্রোফোনে কদর বেশি, তারা জানে
(তাই) ব্যস্ত তারা প্রতিশ্রুতির চির হরনে!
একটু-আধটু জেলের  হাওয়া ভালো
নইলে কি সে হয় কখনো নেতা ভালো?

গান্ধী, সুভাষ, ক্ষুদিরাম, সবাই গেছে
(তাইতো) তারা সবার মনে অমর হয়ে বাঁচে!
একাল না হয় এমনি গেল ভ্রমণে
অমর যেন হয় দীর্ঘ স্ট্যাচু মরণে।

এ পারেতেই আছে যত সুখ
হলেও বা কি একটু অসুখ ?
যেমন আছি বেশ দিব্যি আছি
অপারেতে ও যেমন তেমনি বাঁচি।

পিকলু চন্দ

নেতার স্বপ্ন | Netar swapno
১৭.০৭.২০২০
জীরানিয়া, ত্রিপুরা

Follow My hubpages

নেতার স্বপ্ন | Netar swapno