নীরবে তুমি বিদায় নিলে
নীরবে তুমি বিদায় নিলে
Piklu Chanda:
(প্রিয় কমরেড রাখাল দাসগুপ্ত মহাশয়ের প্রতি আমার ছোট্ট শ্রদ্ধা নিবেদন।)
হাজার ভিড়ের মাঝে তুমি রইলে একা,
ব্রতী হয়ে জীবন সংগ্রামে লোক কল্যাণে।
কালের পাতায় তুমি আজও অমর!
হাজার মনের গভীরে অম্লান
অটুট আসন তোমার স্মৃতির।
তোমার অসীম স্নেহের চাহনি
দীপ্ত মুখের কঠোর সংগ্রামী বাণী,
কোমল প্রেমের স্নিগ্ধ আশিষ
যেন অমৃত শীতল, পরশ লহরী l
তোমায় আজও মনে পড়ে খুব!
রক্তের বন্যায় একাত্তরে ছুটে
ঘোচালে হাজার প্রাণের ত্রাস,
লুটায়ে প্রাণ ধরনীর তলে-
কেতন লাল উড়ালে শিখরে উঠে।
অমৃত তুমি, হে অমৃত সন্তান
তোমায় করি আজ নমস্কার।
কালের খাতায় লাল ক্ষুধিত হরফে
চির অমর রবে তোমার অমৃত গাঁথা।
হে অমৃত সন্তান, তোমায় করি নমস্কার।
Piklu Chnda, Agartala. May 26th 2021
Summary Bengali
নীরবে তুমি বিদায় নিলে বাংলা কবিতা আজকে শ্রদ্ধেয় কমরেড রাখাল দা আমাদের মাঝে নেই কিন্তু উনার ভালোবাসা স্নেহ আমাদের মনের মাঝে একটা শক্ত জায়গা করে আছে। আজ ওনার প্রথম প্রয়াণ বার্ষিকীতে দেওয়ার মতো কিছু নেই শুধু আমরা উনাকে স্মরণ করতে পারি উনার ভালোবাসার কথা মনে করতে পারি, উনার দেওয়া পথে চলে ওনার ভালবাসার প্রতি সম্মান জানিয়ে ওনার মুখ উজ্জ্বল করতে পারি। উনার সাথে মনের টান টা অনেক বেশি। ছোট্ট পরিচয়ে অনেক ভালোবাসা পেয়েছি যে জীবনে কোনদিন শোধ করতে পারব না ভুলতেও পারবো না। সবাইকে মনে রাখা, এতটা স্নেহ করা, শ্রদ্ধেয় রাখাল দার পক্ষেই সম্ভব ছিল। এতো ভালোবাসা আসে কোথা থেকে কিন্তু ওনার মাঝে তা বিদ্যমান ছিল স্বতঃস্ফূর্তভাবে অকাতরে বিলিয়েছেন। উনার স্মৃতি চিরকাল অমর হয়ে থাকবে। পরমাত্মা পরমেশ্বর ওনার আত্মাকে অনেক শান্তিতে রাখুন। নমস্কার।
Summary English
Say goodbye in silence, Page Bengali poetry is an honor to the respected comrade Rakhal Da, he is no more but his love and affection have a strong place in our minds. There is nothing to give today on the anniversary of her first passing away, only we can remember his love and affection. To walk in the path given by him, respect his love, and & can brighten his face. There is a lot of tension with him. I have received so much love in my small identity that I will never be able to repay or forget it in my life. It was only possible for respected Rakhal Da to remember everyone, and to be so affectionate. Where does so much love come from but it existed in him, spontaneously and patiently? His memory will be immortal forever. Paramatma Parameshwar keeps his soul in peace.
Also, read my poem Corona Virus
To get updated posts Visit Tripurawebsolution.com and Guest post