নিভৃতে | NIBHRITE
আনকোরা হাতের লেখা, কিছু অস্পষ্ট লাইন
যাকে কিনা কবিতা বলে চালিয়ে দেই।
তারপর আবার বায়না অনেক-
একে একে ফর্দ করে দেওয়ালে টাঙানো।
পড়া চাই, সবগুলো কবিতা, সুর করে।
এমনি করেই জীবনের বাগান লাল হয়ে রয় ।
অনেকগুলো বছর ঝরে গেছে, কিছুটা হারিয়ে গেছে।
কখনো বা মনে পড়ে দু একটা শব্দ।
আবারো লিখতে চেষ্টা করি, কিন্তু কিন্তু,
হারিয়ে যাওয়া স্মৃতি বড়ই অস্পষ্ট!
অগোছালো মলিন জীর্ণ বস্ত্রের মত।
গুছিয়ে তুলে রাখা যায় যত্ন করে।
চাইলে ও ব্যবহারযোগ্য হয় না।
বাস্তবে ইন্দ্রিয়ের লড়াই খুব কঠিন,
সব কিছুকে আঁকড়ে ধরে রাখে নিজের মত করে।
কেউই হেরে উঠতে চায় না।
আবার কাউকে অতিক্রম করতেও দিতে চায় না। বলে যেন ভালোবাসি, তোমায় যেতে দেবোনা !
কবিতা সে মুণ্ড ছাই, কতগুলো অগোছালো শব্দ।
আমি নিজেও বুঝে উঠতে পারিনা।
নির্লিপ্ত বাসনার আবৃত মায়াজাল,(The magic of lust)
যেন এক একটা সম্ভাবনার পিরামিড।
আবার কখনো ধু ধূ মরুভুমি মরীচিকা।
আবার কোথাও রাতের ঘুটঘুটে অন্ধকার।
আমি নিত্য ভাঙ্গি আর গড়ি নিভৃতে!
পুরাতন নতুনের সাথে খেলা করি।
আমি কল্পনার আকাশে উড়ে পাখি হয়ে।
তবুও আমি লিখি ভাবি আর হাসি একা,
মাঝে মাঝে পাগলের প্রলাপ করি।
আমি ভাঙ্গি আর গড়ি নিভৃতে।।
নিভৃতে | NIBHRITE
রবীন্দ্রনাথ ঠাকুরের একটা লাইন মনে পড়ে গেলো তাই শেয়ার করলাম।
রাগ: বেহাগ
তাল: একতাল
রচনাকাল (বঙ্গাব্দ): ১৮ কার্তিক, ১৩০২
রচনাকাল (খৃষ্টাব্দ): 1895
রচনাস্থান: জোড়াসাঁকো
৬২ (tumi rabe nirabe)
তুমি রবে নীরবে হৃদয়ে মম
নিবিড় নিভৃত পূর্ণিমানিশীথিনী-সম॥
মম জীবন যৌবন মম অখিল ভুবন
তুমি ভরিবে গৌরবে নিশীথিনী-সম॥
জাগিবে একাকী তব করুণ আঁখি,
তব অঞ্চলছায়া মোরে রহিবে ঢাকি।
মম দুঃখবেদন মম সফল স্বপন
তুমি ভরিবে সৌরভে নিশীথিনী-সম॥
Piklu Chanda
Agartala, Tripura
Visit my hubpages
Tripurawebsolution.com
Bangla Kobita.com Piklu Chanda
হৃদয় সম্রাজ্ঞী
নিভৃতে | NIBHRITE
নিভৃতে ভাঙ্গাগড়ার খেলার দ্বন্দ্ব থেকে কোনদিন হয়তো মুক্তি পাওয়া যাবে না। নিজেকে বোঝার মত মানুষ হয়তোবা কোনদিনই খুঁজে পাওয়া যাবে না। সংগ্রাম আছে সন্ধান থাকবে নিজের মাঝে দ্বন্দ্ব নিভৃতে চলবে। কিন্তু কেউ কি পাশে এসে দাঁড়াবে। সে বিশ্বাস করা খুব কঠিন I
0 Comments