Jano ki kaler obadh Goti – Piklu Chanda
তুমি জানো কি কালের অবাধ গতি
যার পিঠে চড়ে তুমি সহাস্যবদনে ছুটো
চেনো কি তাহার স্বরূপ শক্তি,
যার পিছু ধেয়ে নিয়ত অবাধে টুটো।
সীমানার ধার বেয়ে অবিরাম অনন্ত
অসীম বাঁধনের যাত্রায় ছুটো একাকী!
অনাবিল শেষ মিলনের প্রতীক্ষায় অবিরত-
হতে শুধু একাঙ্কি নাটকের সাক্ষী।
তারাদের মিছিলে আকাশের পানে চেয়ে,
ফুটে ওঠা মুখের বলিরেখা দেখেছ কি?
রোদ্দুরে পথ হারানো পথিকের পানে চেয়ে
ধূ ধূ মরুভুমি, শীতল বায়ুর সন্ধানে ছুটেছ কি!
তুমি দেখেছো কি চাতকের শেষ
মিলনের অপেক্ষায় গুনতে প্রহর,
ভোরের সোনালী রুদ্ধুরের প্রতীক্ষার – ক্লেশ,
হত প্রায় আশা নিয়ে জেগে থাকা আস্ত একটা শহর!
তুমি দেখেছো কি কখনো-মরীচিকা মরুভূমি,
ঝড়ের প্রহর গোনা প্রথম ভোরের প্রকাশ-
দেখেছ কি ক্ষুধার্ত শিশুর ঝরা চোখের উর্মি,
ভেবেছ কি জীবনে-জেগে উঠার শেষ অবকাশ!
পিকলু চন্দ
জিরানিয়া, ত্রিপুরা
১৫ ই পৌষ ১৪২৭
Also follow you tube link
সময় ঘড়ি | The Timeclock
প্রাকৃতিক সৌন্দর্য ও তার নৈসর্গিক বোধের উপলব্ধি মনের গভীরে লুকিয়ে থাকা একটা অতি সূক্ষ্ম বোধ। যাকে অনুভব করতে হয় ভালবাসতে হয় তখনই তাহার প্রকৃত স্বরূপ খুঁজে পাওয়া যায়। সৌন্দর্যবোধের সাধনা করতে হয় ,সৌন্দর্যবোধের সাধনা যাকে ভালো না বাসলে, উপলব্ধি না করলে নিজের কিংবা প্রকৃতির স্বরূপকে কখনোই বুঝা যায় না। সৌন্দর্যবোধের সাধনা মানুষের আত্মার স্বরূপ কে প্রকাশ করে। প্রকৃতির সৃষ্টির প্রতিটি কনায় কনায় তার উদাহরণ লুকিয়ে আছে। মুখোমুখি কিংবা আকৃতিগত বাহ্যিক সৌন্দর্য কে কখনো সুন্দর্য বলা যেতে পারে না কিংবা তার সাধনা ও করা যেতে পারে না। সৌন্দর্যবোধের সাধনা মানুষের মনের মাঝে লুকিয়ে থাকে তাইতো প্রকৃতিকে ভালবাসতে হয়,উপলব্ধি করতে হয় তার স্বরূপ কে। এখানে বিশ্বাস-অবিশ্বাসের কোন স্থান নেই শুধু ভালোবাসা ভালোবাসা আর উপলব্ধি র বহিরপ্রকাশ।
0 Comments