আজ তোমার জন্মদিন কি দেবো বলো-
উপহারে, আছে নাকি যদি কিছু বলো।
জীবনের সে যদি কিছু অর্জিত ধন
লুটায়ে তারে করিব মুক্ত বিতরণ।
স্বপ্ন তোমার যদি কিনে দিতে পারি
মুক্ত করে দ্বার সর্বস্বান্ত হতে পারি।
যা আছে বল কিসে তবু পূর্ণ হবে সাধ
নির্দ্বিধায় বল, নাহি কোনো অপরাধ।
আছে কি পৃথিবীর সে কোন উপহার-
মূল্যবান, হতে সমকক্ষ সে তোমার।
হে প্রিয়,তুমিই আমার শ্রেষ্ঠ উপহার
তুমি আশীর্বাদ মোর পূজ্য দেবতার।
তোমারে পেয়ে ধন্য হয়েছে এ জীবন
(তব) মুষ্টি খানি থাকিবে স্মরণ আজীবন।
জীবনের যত শূন্যতা ঘুচিয়েছে তুমি।
কাঙ্খিত প্রাপ্তির সে অমৃত সুধা তুমি।
সিঞ্চিত করে যত ভালোবাসা বিলাবো
রিক্ত তোমার প্রেমে কি উপহার দেব!
আজি যত ভালোবাসা আছে লও তুমি
আশীষ করি জীবনে শ্রেষ্ঠ হও তুমি।
উজ্জ্বল হয়ে পৃথিবীতে রচ কীর্তিমান
যেন পূর্ণ হয়ে তব (সব)আশা অভিমান।

পিকলু চন্দ
১৬.০৫.২০২০

জন্মদিন Birth Day

A birthday is the anniversary of the birth of a person, or figuratively of an institution. … There is a distinction between birthday and birthdate: The former, other than February 29, occurs each year (e.g., January 15), while the latter is the exact date a person was born…

Birth is the act or process of bearing or bringing forth also referred to in technical contexts as parturition. In mammals, the process is initiated by hormones which cause the muscular walls of the to contract, expelling the fetus at a developmental stage when it is ready to feed and breathe…