কবি কৃত্তিবাসের তিনটি কবিতা

Bengali POem Guest post

কবি কৃত্তিবাসের তিনটি কবিতা

।। আকাশ কাঁপানো মেঘ ।।

আকাশ কাঁপানো মেঘ ।
স্বপ্নের সার, তারও যে মুখ ভার ।
আকাশ কাঁপানো মেঘ ।
বৃষ্টির স্বাদ, ফিকে বৈশাখ ।
কিছুটা দূরেই ঝাঁজরা অন্ধকার !

আকাশ কাঁপানো মেঘ ।
সে ভালো সে মন্দ, লেগেই রয়েছে দ্বন্দ ।
আকাশ কাঁপানো মেঘ ।
নিঠুর হাওয়ায়, কখন সে বেলা গড়ায় ।
সজল দৃষ্টি হেসে হেসে কয়, চোখের তারায় অন্ধ !

আকাশ কাঁপানো মেঘ ।
একলা একতারার তারে, অচেনা কোন গানের সুরে ।
আকাশ কাঁপানো মেঘ ।
একলা মানুষ, বইছে সাহস একলা শূন্য ঘরে !

আকাশ কাঁপানো মেঘ ।
স্বপন পীড়ন সুখ, ছায়াঘন কত মুখ ।
আকাশ কাঁপানো মেঘ ।
আবছা ঘুমে, আঁধার নামে, এখন সময় সুখের বেজায় অসুখ !

আকাশ কাঁপানো মেঘ ।
সে আপন সেও পর, ভাঙ্গা গড়া এক ঘর ।
আকাশ কাঁপানো মেঘ ।
বৃষ্টি আসবে এখন, মুঠোয় মানুষ জীবন, ঠোঁটে, দীর্ঘ মরন জ্বর !

কৃত্তিবাস দাস
আগরতলা, ১১ ই মে ২০২১

।। ছুঁতে পারিনি আজ ও ।।

তুমি যেখানে শেষ ভাবছো,
আমার যে শুরু সেখানেই ।
এই যে তুমি অচ্ছুৎ ভেবে
সরিয়ে রাখো নিজেকে ।
নিজের মত করে লুকিয়ে
রাখো শামুকের খোলে ।

আমি ছুঁতে পারিনি আজ ও হওয়া ।
আমি ছুঁতে পারিনি আজ ও মেঘ ।
আমার তাই কিছু নেই আজ ।
চারিদিক খাঁ খাঁ, ধূ ধূ মাঠ ।
হিরোশিমার বিধস্ত সেই মাটির মত ।

কিছু তো চায়, সবে চায় ।
হোক সে মিথ্যের ফুলঝুরি ।
প্রেমে প্রাণে সব সব শয়ে যায় ।
দগ্ধ দু- দুটো যুগ পরে,
রুক্ষ মাটিও যে কিছু জল চায় !

এই জীর্ণ, খঞ্জর সমাজ,
আর সভ্যতার ময়লা স্রোতের
বিপরীতে সাঁতরে এসো ।
তীরের সব কটি গাছ গাছড়ার
চোখে চোখ রেখে আমার হাতটা ধরো ।
দেখো এখনও আকাশের বুকে চাঁদ ।
আজ ও সে আগের মতই মহোময় ।

কৃত্তিবাস
আগরতলা, ১৮ই মে ২০২১

।। মন খারাপের বিকেল ।।

কাছে পিঠে অজস্র মরন ।
ফোনা তুলে আছে বিষধর এক সাপ ।
খবরের পরতে পরতে স্বজন হারানো আর্তনাদ ।

আমার বিকেল ঘিরে জোড়া শালিক ।
পালকের পাখায় উড়ে উড়ে যায় ।
মেঘলা আকাশ দিনে টপ টাপ ঠোঁটে খাবারের নেশা ।
পেছনের লিচু গাছের কোটরে,
ছানা তার ক্ষুদার জ্বালায় ।

চেয়ে চেয়ে দেখি সারাটা বিকেল ।
আমার ও যে আকাশ মেঘলা,
ঝাপসা চোখ ।
অন্নের খোঁজে, আজ ও হন্যে ।
এই তো জীবন বোধ !

গোধূলির রঙে সেজেছে আকাশ ।
লুকোচুরি মেঘে আর বাদলে ।
লিচুর বাগানে,
ঝড়ো হাওয়ায় যায় তার মাথা দুলে দুলে ।
আমি দেখি পাখিদের সার,
ফিরছে নীড়ে নীড়ে,
আমি একা বসে মন খারাপের বিকেলে ।

কৃত্তিবাস
আগরতলা, ১৯ শে মে ২০২১

কবি কৃত্তিবাসের তিনটি কবিতা

Follow my Hubpages