আমি আর কিচ্ছু হতে চাই না
আমি আর কিচ্ছু হতে চাই না!
আমি আর কিচ্ছু হতে চাই না!
এ জীবনে একবার দাঁড়কাক হয়েছিলাম।
অনেক সহ্য করেছি, আর না।
আমার জীবনের সমস্ত কিছু ব্যয় করে,
যখন কন্ঠ সুর বেরিয়ে আসে।
ঐ সুর কিন্তু আমার জীবনের গান করে না।
তখন ওটা অন্য কারো হয়ে যায়।
আমার জীবনের এটাই বাস্তব উপলব্ধি।
আমি একবার মাঝি হয়েছিলাম,
দাড় টেনে টেনে যখন আমি ক্লান্ত,
ভোরের আকাশ লাল হয়ে আসে।
যাত্রীরা কিন্তু তখন নিঝুম ঘুমে!
দুচোখ বুজে আসে, তবু ও
আমি, যেন কান্ডারী হুশিয়ার!
তরী যখন ঘাটে ভীড়ে আসে,
সূর্য আমার মাথার উপর।
তৃষ্ণা মেটাতে এক ফোটা জল যদি পাই।
যাত্রীরা সবাই একে একে চলে গেল,
আমি মাঝি একা তরী ঘাটে নিয়ে!
বসে একা আমি খুজি,
চলে গেলে কেউ যদি আসে ফিরে!
আমি ওপারের কান্ডারী,
মাঝি বলে, বলে কেউ l
কেবল তরী বেয়ে এপার ওপার করি।
হয়তো কড়ি নিয়ে ব্যাপার করি,
আমি যখন ঘুমিয়ে পড়ি,
মাঝে মাঝে একটা স্বপ্ন আসে,
আমি কোথাও যেন দারোয়ান হয়ে, হাতে একটা লাঠি নিয়ে ঘুরি,
অনেকগুলো চেনা মুখের মাঝে,
আমার নিজ অস্তিত্ব খুঁজি।
বসে থাকি একাকি দ্বারি হয়ে,
কেউ যদি ফিরে আসে,
যেতে চায় বাইরে কিংবা ভিতরে।
[11:29 PM, 8/4/2021] piklu chanda:
আমি আর কিচ্ছু হতে চাই না!
So, Used for emphasizing that something is the best, worst, etc that you have ever experienced.
Then, I had the fright of my life when I saw myself in a distressing situation but never afraid of it. Used for emphasizing that something is the best, worst, etc that you have ever experienced. I had the fright of my life when I saw myself in a distressing situation but never afraid of it. I started with zero in my life and repeatedly being cheated by someone else.
Every time I stood in a strong repercussion and with a positive attitude. Every time I gathered new experiences of life which inspired me and matured me too. Now once again I am in a distressing situation but still confident enough to overcome this situation early.
Standing like a situation and sharing a particular experience is a really courageous positive something … I don’t know what next, I am sailing a boat that will not reach the destination but surely explain the tragedy of a life which is still untold…
আমি আর কিচ্ছু হতে চাই না!