– Piklu Chanda

আজ আর কোন  মন্তব্য নয়, হে প্রিয়-
জীবন গড্ডালিকা প্রবাহে আমি ক্লান্ত!
কত বসন্ত, বাঁধন (হারা) শ্রাবণ বিগত,
কতশত কাশফুল ঝরে ঝরে শ্রান্ত!
জীবনের  উষ্ণীষ স্পৃহা স্থিমিত প্রায়,
সুদূরের টান (আজ) কুহেলিকা, অসহায়!

জীবনের প্রশ্ন গুলো সব জেগে আছে,
উত্তরের প্রত্যাশায়, ছুটে আসে কাছে।
নিস্তব্ধ দুপুরে ঝিঁ-ঝিঁ পোকারা জাগ্রত,
নিঃসঙ্গ একা আমি, দাবানল বেষ্টিত।
অব্যক্ত হাজার প্রশ্ন, শিখা লেলিহান,
উন্মুক্ত কৃপাণ যেন, ছুটে নিতে প্রাণ!

আর কোন প্রশ্ন নয়, আমি জর্জরিত-
থামুক মিথ্যা অজুহাত, সে কত শত।
বজ্রের কঠিন ঘর্ষণে খসে পড়ুক,
ভূপতিত হোক, যত আছে বিনাশক।
স্মৃতি হতে শেষ ছবি মুছে গেছে প্রায়-
তবু প্রাণ, আশা নিয়ে গাহে সহসায়।

আজ আর কোন প্রশ্ন নয়, প্রাণ প্রিয়ে,
যত অর্ঘ্য দেবো আজ শুন্য দেবালয়ে।
আমি জেগে উঠি আবার নব দীপ্তিতে,
স্বচ্ছ হোক এ প্রান শেষ (শ্রাবণ) বারিধারাতে।
উন্মীলিত করি দ্বার স্বীয় প্রত্যাশায়,
জীবনের কলতান আলিঙ্গিতে চায়।

স্তিমিত প্রদীপ আবছা আলোর মাঝে,
ফিরে আসো তুমি আবার নবীন সাজে।
ধরণীর যত সুখ চেয়ে মুখপানে,
তৃপ্ত হোক চিরতরে তব আলিঙ্গনে।
ফিরে আসো তুমি অতি সংগোপনে
কাটুক তমসা দীপ্ত যৌবন বরণে।

পিকলু চন্দ
০৯.০৮.২০২০
জিরানিয়া, ত্রিপুরা