আজ আমার আত্মসমর্পণ 💗

আজ আমার আত্মসমর্পণ Bengali poems

আজ আমার আত্মসমর্পণ
পিক্লু চন্দ

জীবনের যত গ্লানি, অভিমান-
কিছু কিছু বিবর্ণ অস্ফুট চেহারার আত্মপ্রকাশ,
একে একে পূর্ণ হলো সব,
নেই কোনো বাঁধনের দায়।
আমি মুক্ত , তাই আমার আত্মসমর্পণ।
একই ধারার দুভাগ হলো,
হারলো সচল নিয়ন্ত্রণ!
কেউ জানেনা ছুটবে কোথায়,
তাই আজ আমার আত্মসমর্পণ।
বুকের মাঝে হাজার ব্যাথা
যন্ত্রণা সব দিচ্ছে ফাঁকি,
বলতে মানা আপন ব্যাথা,
লোক দেখানো সুখে আছি,
তাই আজ আমার আত্মসমর্পণ।
আত্মসম্মান বাঁচা চাই,
চোখের জলে ভাসুক প্রাণ,
হারবো বলেই লড়তে চাই,
তাই আমার আত্মসমর্পণ।
কাছের বলে ভাবি যারে,
সেই তো আমায় দূরে ঠেলে,
শূন্য মাঝেই খুঁজি তারে,
নিঃস্ব হয়েই ফিরি একা,
তাই আজ আমার আত্মসমর্পণ,

By Piklu Chanda

JIRANIA, TRIPURA

[6:30 AM, 10/8/2021] piklu chanda: জীবনের ইচ্ছে গুলো যখন ডানা মেলে উপরে উঠতে থাকে তখন কারো সাধ্য নেই কেউ তারে রুখে। 💗 এমন করে ইচ্ছেরা ডানা মেলে যেথা খুশি সেথা যায় । কখনো খুব ভালো ফল পাওয়া যায় আনন্দ পাওয়া যায়। আবার কখনো ব্যথার সাগরে ডুব দিতে হয়। ইচ্ছেরা আমাদের অবচেতন মনের বিকার মাত্র তাকে অনেক চেষ্টা করেও রাখা যায়না যদি ও নিজে থেকে না থামে ।

একটা জিনিস খুব স্পষ্ট হেরে যাওয়ার অভ্যাস টা যদি কেউ তাড়াতাড়ি শিখে নিতে পারে তবে হয়তোবা  জীবনে আর কোন কষ্টের স্থান থাকেনা কিন্তু যদি এগুনো তাকে রপ্ত করতে না পারে তবে তো বিপদ আসবেই।
আর তার জন্য কখনও না কখনও নিজেকে আত্মসমর্পণ করতে হবে। শুধুমাত্র বেঁচে থাকার তাগিদে।

Read more Bengali poems

Poetry