আজও আমি নিজেকে খুঁজে ফিরি
আজও আমি নিজেকে খুঁজে ফিরি
আজও আমি নিজেকে খুঁজে ফিরি,
অন্ধকার যখন ঘন হয়ে নেমে আসে।
অর্ধেক পৃথিবী ঘরমুখো হয়,
আমি কিন্তু তখন বেরিয়ে পড়ি
নিজেকে খোঁজার মত্ত খেলায়।
আকাশের উজ্জ্বল ধ্রুবতারা,
আমায় হয়তোবা ফেলফেলিয়ে দেখে,
আমি গাছের আড়ালে গা ঢাকা দিয়ে থাকি-
ঝিঝি পোকার ডাকে রোমাঞ্চিত হই।
প্রহরের ঘন্টা শুনে চমকে উঠি।
অতীতের সমস্ত ছবি সামনে ধরা পড়ে
ভয়ঙ্কর এক দানবীর রূপে।
ক্ষণিকের তরে বাকরুদ্ধ হয়ে থাকি।
কৃষ্ণকলির কথা মনে পড়ে।
ছোট্ট একটা গল্পের বই।
আমার জীবনের ধারক এবং বাহক হয়ে,
আমাকে প্রদক্ষিণ করে।
বিদ্রূপ করে বৈকি!
দূর হতে কিছু একটা গানের সুর কানে বাজে,
“তুই চিনলি না মন মনের মানুষ,
রতন খুঁজেই করলি খেলা,
যার ছোঁয়াতে পাথর হলি,
চিনলি না মন মনের মানুষ”।
সমস্ত গণ্ডি অতিক্রান্ত করে
আমি দাড়িয়েই রইলাম সীমানার কাছাকাছি,
কেউ যদি বলে আসি,
চলো আমার সাথে চলো।
Piklu Chanda 20.05.2021 Time-2.33pm