অস্পষ্ট চেহারা OSPOSTO CHEHARA

অস্পষ্ট চেহারা OSPOSTO CHEHARAPiklu Chanda

অস্পষ্ট চেহারা OSPOSTO CHEHARA

আবছা অস্পষ্ট একটা ছবি আমার মনের মধ্যে ভাসছে
আমি চাইলেও তাকে ভুলে যেতে পারি না,
বন্ধ ঘড়িটা আমাকে বারবার মনে করিয়ে দেয়,
অস্তিত্বের আভাস এখন ও স্পষ্ট।
দরজা খোলার শব্দ আমার কানে ভাসে,
মাঝে মাঝে ঠকঠক লাঠির শব্দ শুনে লাফিয়ে উঠি,
মনে হয় কেউ পাশে দাঁড়িয়ে আছে।
হাসি মুখটা আমি কখনো দেখতে পাই না,
একটা মলিন কাতর মুখ আমার সামনে ধরা পড়ে।
কত প্রশ্ন চোখের চাহনিতে ভাসমান,
অনেক কিছু কথা বলা কওয়ার আছে
কিন্তু কি আমি শুধু কল্পনা ই করতে পারি,
না না মনটা যেমন কেমন করে মোচড় দিয়ে ওঠে,
সত্যিই কি প্রশ্নগুলো জানা যাবে না?
বাস্তবটাকে আড়াল করতে চাই
কিন্তু মনটাকে তো বোঝানো যায় না।
আমি পাগলের মতো প্রশ্নগুলো খুঁজতে আছি,
সে করুন মলিন মুখটা যদি আমার সামনে দাঁড়িয়ে একে একে বলে দিতে পারতো,
বোধহয় আমার জীবনটা চিরতরে সার্থক হয়ে যেত!
আমার সবগুলো ডানা যেন ছেঁটে ফেলা হয়েছে
আমি মাটিতে লুকিয়ে ছটফট করছি উড়তে চাইলে ও উড়তে পারছি না,
কিছু অতৃপ্ত বাসনা আমাকে কুরে কুরে খায়,
আমি বাস্তবের সামনে দাঁড়িয়ে বাস্তবকে মোকাবেলা করতে অসমর্থ!
কারণ কারণ প্রশ্নগুলো যে আমার আর জানা নেই জানা হলো না আর হয়তো বা কোনদিন জানা ও হবেও না,
আমাকে কিছু অতৃপ্ত বাসনা নিয়েই বেঁচে থাকতে হবে বাস্তবের মুখোমুখি হতে!

————————————————————————————————————–

অস্পষ্ট চেহারা OSPOSTO CHEHARA.  in brief  Bengali Poem by Piklu Chanda

যখন আমাদের প্রিয়জন আমাদের মাঝে বেঁচে থাকে তখন আমরা তার অভাবটা বোধ করতে পারিনা। কিন্তু সেই কাছের প্রিয়জন মা (MAA)যখন আমাদের থেকে দূরে চলে যায় আমরা প্রতি মুহূর্ত তাকে মনে করে থাকি। অনুভব করি তার উপস্থিতি সে আমাদের কল্পনায় হোক কিংবা বাস্তবের অনুভূতি হোক।

মানুষের জীবনের অস্তিত্ব কল্পনা এবং বাস্তবিক বোধের উপরই নির্ভর করে। ইহজাগতিক উপলব্ধি মানুষকে আরো বেশি কল্পনা প্রবণ করে তোলে, জীবনের প্রতি মুহুর্তে মানুষের  কল্পনার অনুভূতি মানুষকে শিহরিত করে। প্রেরণা যোগায় বেঁচে থাকার জন্য জীবনের অনুভূতিকে আরো শক্ত করে ভীত মজবুত করে দেয়।

Piklu Chanda
agartala