অনুভূতি ANUBHUTI

অনুভূতি ANUBHUTI

অনুভূতি ANUBHUTI

সবকিছুই যত্র তত্র ছড়িয়ে আছে,
আমি দেখেও না দেকার ভান করছি,
কর্মের জন্য কি মুহূর্তের দরকার হয়!
অপ্রিয় সত্যটা যেনো আমার নিত্য সাথী।
আমি অঙ্গীকার করেছি, কিন্তু প্রতিশ্রুতিবদ্ধ নই। তফাৎ টা আমি বুঝি –
তবুও ভান করে এড়িয়ে যাই।
আমি আসক্তির মোহে আবদ্ব,
আমার অস্তিত্ব পরিযায়ী,
সেওলা বেষ্টিত দেওয়ালের মত!

পাটি গণিতের সূত্রের মত আমার মনে হয় জীবনের কিছু সূত্র আছে!
অস্পৃশ্যতা বলে কিছু একটা শব্দ মনকে কলুষিত, ভারাক্রান্ত করে!
সূক্ষ্ম অনুভূতি অনুভব করি ,
যার পরিধি যেন নগ্ন তরবারি,
দুদিকেই ধারালো, ছুয়ে দেখার স্পর্ধা আমার হয়তো নেই।
আমি শুধু অনুভব করি যার কোন প্রতিফলন হয় না,
সুপ্ত জ্বালামুখীর মত অগ্নিগর্ব লাভা,

আমি নির্বাক বিবর্তনের ধারাবাহিকতায় আজ আমার মন অস্থির!
যেন বিস্ফোরণের প্রতীক্ষায় বসে আছে।

অনুভূতি ANUBHUTI

JULY 2022 JIRANIA, Beng 2029 12 ASAR

[9:27 PM, 7/4/2022] piklu chanda: জীবনটা একটা অগোছালো পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে আমি চেয়েও সমাধান করতে পারছি না। মাঝে মাঝে সূক্ষ্ম অনুভূতি আমারমনকে ভারাক্রান্ত করে কিন্তু তবুও ঠায় দাঁড়িয়ে রই নৌকার পালের মত, হাওয়াই যেন শেষ ভরসা।আলো দেখি কিন্তু আলোর পথে যাত্রা আমার করা হয় না। অনুভব করি কিন্তু অনুভূতির প্রকাশ করতে পারি না। মাঝে মাঝে বোবা হয়ে রই, নিজেকে ঠিক প্রকাশ করতে পারি না। ঠিক জানিনা এর শেষ কোথায়। সেভাবেই নিজেকে অপূর্ণভাবে তুলে ধরি, বলে বুঝাতে পারিনা তাই হয়তো আমার অস্তিত্বটা প্রকাশ পায় না। আমি আপ্রাণ চেষ্টা করে চলেছি প্রতিনিয়ত, নিজেকে শুধরে নেওয়ার, আরো ব্যাপ্তি চাই নিজের অতৃপ্ত বাসনাকে পরিপূর্ণ করার জন্য, নিজের অস্তিত্বকে সার্থক করার জন্য। জানিনা এই জীবনে আমার অপূর্ণ চাহিদার কোন গন্তব্য আছে কিনা!