Praner poros
প্রাণের পরশ
গড়তে যতন সৃষ্টি রতন
প্রাণের সুখেই মনের মতন
জীবন মরণ কালের খাতায়
মিলন সুখের কল্প কথায়।
একটু উদাস প্রাণের পরশ
জীবন সফল চেষ্টা সরস।
মেঘলা আকাশ বৃষ্টি আভাস
বইছে সচল মলয় বাতাস।
প্রাণের মাঝে ঢেউ তুলে যায়
হারিয়ে যেতেই সব ভুলে যায়
খুঁজতে তারে স্বপ্ন শুধায়
দৃষ্টি যখন শূন্যে মিলায়।
নিরব দিশায় প্রাণ খুলে চায়
উড়িয় কেতন দূর ছুটে যায়
ওই নিত্য নতুন স্বপ্ন রঙ্গিন
খুঁজতে তারেই আর কতদিন।
মুখিয়েই আছি করতে বরণ
সকল সাধের ভাঙতে তোরণ।
জীবন ভেলায় তুলতে সকল
সাধের সৃজন ভার টলমল।
নোঙর ফেলার নাইতো সময়
মাঝির আশায় সব পড়ে রয়।
পালের দিশায় মাঝ দরিয়ায়
দিবস আমার কাটে সে হেলায়!
যত আছে সাধ মাঝি নিয়ে যায়
তুলে নিয়ে আমার ছোট্ট ভেলায়।
হারানো সুখের স্মৃতির কোলে
আমার প্রাণের পরশ দোলে।
পিকলু চন্দ
২২.০৭.২০২০
জিরানীয়া, ত্রিপুরা
Add Your Comment
Use the following form to leave your comment on this poem.
Comments
There are 26 comments made on this post so far.
-
Shahinur Mustafiz28/07/2020, 20:12
স্মৃতির কোলে
আমি থাকি
খুব যতনে
সন্ধ্যা মাখি
প্রাণের বৃন্দাবন।
অসম্ভব সুন্দর কাব্য।
অনেক অনেক ভালো লাগল প্রিয় কবি।
বিপ্লবী শুভেচ্ছা রইল আপনার তরে। -
Rina Biswas Hasi28/07/2020, 19:58
স্মৃতিরা সব যায় যে ভিজে
কাঁদি বসে আমিও নিজে
তাঁকে পাগল মনটা খোঁজে
হৃদয় প্রেম কে আর বোঝে!কবিতা পড়তে পড়তে অনেক্ষণ দুললাম।
দু র্দা ন্ত 💜
সুস্থ থাকুন আর এমন লিখুন।