স্বপ্ন কলি একাই চলে আসে একান্তে
মনের বারান্দায় কল্পনার জাল বুনতে।
আসছে পরের কবিতা
স্বপ্ন কলি
-করোনা ভাইরাস
হে করালগ্রাসী করোনা দাড়াও,
ক্ষান্ত হও,শান্ত হও, যেওনা দাড়াও?
তুমি সৃষ্টির অঙ্গীকার, নিয়তির রূপ-
কি আধার আলো, জরা-মৃত্যু,শীত-তাপ?
সবই নগন্য, তুমি অজেয়-অমর
তুমি ধ্বংস, অভিশাপ, নাকি বর ?
সৃজন অমর নহে, সহজ নিদান
কাল ডাকিছে তোমায় নিতে তব প্রাণ /
সৃষ্টির গ্রাস হতে পারে তব প্রয়াস ;
তুমি অচেনা, অজানা, অভিশপ্ত ত্রাস !
স্তব্দ হও তুমি, থামাও আস্ফালন ?
সমগ্র সৃষ্টি তোমাকে করে আবাহন /
তুমি ভালোবাসা নও, তুমি ব্যার্থ মৃত্যু
দূরে চলে যাও, দূরে যাও, ব্যার্থ মৃত্যু ;
সৃষ্টির অঙ্গীকার তুমি, মৃত্যুর প্রতীক
তুমি অভিশপ্ত ,হত্যাকারী , ধিক ধিক !
তুমি বলবান – বীর নও- কাপুরুষ,
কাঢ়িছো নিষ্পাপ প্রাণ , এ কেমন রুষ !
অনাহুত তুমি , ‘ ত্রাস – নাশ ‘ আর নয় ?
সৃষ্টির শক্তি জাগ্রত আজি , ‘হবে জয়’ /
Piklu Chanda.
One thought on “স্বপ্নকলি”
“Be careful situation is just beyond us” Due to Pandemic covid-19
‘Staay home,Stay safe & follow govt.rule.